বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুমিল্লা জেলার “ব্লাড কানেকশন” নামক মানবিক সংগঠনের উদ্যোগে পথশিশু এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল ৩০ মার্চ (মঙ্গলবার) কুমিল্লা রেল স্টেশন এবং ধর্মসাগর পাড়ে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ব্লাড কানেকশন রক্ত নিয়ে কাজ করার পাশাপাশি অন্যান্য মানবিক কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম সময়কে সংগঠনের সভাপতি বলেন, সকলের দোয়া এবং সহযোগিতায় ব্লাড কানেকশন অনেক দূর এগিয়ে যাবে।
ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সকল সদস্য।
চস/আজহার