চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯৫।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৭ জনের দেহে। এদের মধ্যে ২৮০ জন নগরীর ও ২৭ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৮০৭ জনে।
সোমবার (৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়
সূত্রে জানা গেছে, গতকাল রবিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে ১ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৩০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৬৬ শতাংশ।
চস/স