spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহেশখালীতে ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করলো বাবা, আহত ৪

কক্সবাজারের মহেশখালীতে জায়গা নিয়ে বিরোধের জেরে বাবার হাতে নির্মমভাবে নিহত হয়েছে ছেলে। একইসঙ্গে পরিবারের আরও ৪ সদস্য আহত হয়েছেন। সোমবার (১০ মে) গভীর রাতে উপজেলার শাপলাপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শাপলাপুর ইউনিয়নের জামিরছড়া এলাকার আলতাজ (৬২) সোমবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো কিরিচ নিয়ে তার প্রথম স্ত্রীর ছেলে জুবায়েরের (২২) রুমে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে আলতাজের এলোপাতাড়ি কোপে পরিবারের আরও ৪ সদস্য আহত হন। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই জুবাইয়েরের মৃত্যু হয়।

আহতরা হলেন মোহাম্মদ ফয়সাল (২৮), জন্নাত আরা (৫৫), শামিমা (১৭) ও জুনু বেগম (৩৫)।

পরে খবর পেয়ে মহেশখালী থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় খুনি আলতাজ এবং তার আরেক ছেলে টিপুকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss