শুরুতেই হারিয়েছিলেন ইনিংসে উদ্বোধনের সঙ্গী লিটন দাসকে। এরপর সাজঘরে ফেরেন সাকিব আল হাসানও। কিন্তু ঠিক পথে থেকে ফিফটিটা তামিম ইকবাল তুলেছিলেন স্বাচ্ছন্দ্যেই। ক্যারিয়ারের ৫১তম হাফ সেঞ্চুরি তুলেছেন মুশফিককে সাথে নিয়ে।
তবে ৫২ রান করেই আউট হয়ে গেছেন এই ওপেনার। ধনাঞ্জয়া ডি সিলভার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছিলেন, পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ৬ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৫২ রান করেন তিনি। তামিমের আউট হওয়ার সময় দলীয় রান ছিলো ৯৯ রান।
এরপরে নামেন মিথুন। প্রথম বলেই নিজের উইকেট দিয়ে ০ রানে লিটনের পথ বেছে নিলেন তিনি। নির্বাচকদের দেওয়া সুযোগ কাজে লাগাতে না পারা মিথুন পরের ম্যাচে সুযোগ পায় কি-না সেটা নিয়ে সন্দেহ তো আছেই। মিথুনের আউট হওয়ার সময়ও দলীয় রান ছিলো ৯৯।
মানে একশ’র আগেই দলের চার গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ। এই রিপোর্টটি লেখা পর্যন্ত ২৬ ওভারে চার উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মাহমদুল্লাহ এবং মুশফিক ব্যাট করছে বর্তমানে।
চস/আজহার