spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় চট্টগ্রামে ১৭ মৃত্যু, শনাক্ত ৯১৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে । এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৯১৫ জনের দেহে। শনাক্তের হার ৩২.৭৭ শতাংশ।

বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ৯১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৪১ জন এবং বিভিন্ন উপজেলার ২৭৪ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করে ৮৪ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন, এন্টিজেন টেস্টে ৭৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
একইদিন ইপিক হেলথ কেয়ার ল্যাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৩৬ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৯৬৪ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ৪৭২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে সাত জন নগরের বাসিন্দা, বাকি ১০ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৬১ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৭১ জন।
মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রামে করোনায় ১৮ জনের মৃত্যু হয়, যা এ পর্যন্ত সর্বোচ্চ। করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল এক হাজার ৩১০ জন।

চস/আ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss