spot_img

১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে আরও ২৪৮ জনের মৃত্যু, শনাক্ত ১২৬০৬

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ১৫০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। এ নিয়ে শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষায় আরও ১২ হাজার ৬০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হলো।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১১০ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন। ময়মনসিংহ ও রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১৬ জন ও বরিশাল বিভাগে ২০ জন মারা গেছেন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন ও বাসায় ছয় জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss