spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পাঁচজন ময়মনসিংহের এবং নেত্রকোনার একজন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন। এছাড়া নেত্রকোনার ৩ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন।

এ দিকে জেলায় ৫০০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণ শনাক্ত হয় ৯২ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১৮ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss