spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে নালায় নিখোঁজের ২৪ ঘন্টা পরও মেলেনি ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় নালায় নিখোঁজের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ব্যবসায়ী সালেহ আহমদের (৫০)। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত ওই নালার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘গতকাল (বুধবার) বেলা ১১টার দিকে নিখোঁজের পর দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। পরে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। এরপর আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা ৪০ মিনিট থেকে উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের ছয় সদস্য ও ডুবুরি টিমের ছয় সদস্যসহ মোট ১২ জন অভিযানে অংশ নিচ্ছেন৷ নালায় প্রচুর আবর্জনা থাকায় উদ্ধার প্রক্রিয়া একটু ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে উদ্ধারকারী টিম চান্দগাঁও থানার বহদ্দারহাট ও ডুবুরি টিম শমসের পাড়া এলাকায় কাজ করছে।’

নিখোঁজ সালেহ আহমদের ভাই মনির আহমদ বলেন, ‘গতকাল মাইজভান্ডার যাওয়ার পথে আমার ভাই নিখোঁজ হয়েছিলেন। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

উল্লেখ্য, বুধবার (২৫ জুন) সকালে ফটিকছড়ি মাইজভান্ডারে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসের অপেক্ষায় মুরাদপুর মোড়ে দাঁড়ান। বেলা ১১টার দিকে তিনি মোড়ের নালায় পড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানির তীব্র স্রোতে ভেসে যান। চকবাজার এলাকায় তরকারির ব্যবসা করা সালেহ আহমদ এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss