জাপানে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৮৬৩ টিকাদান কেন্দ্রে প্রায় সাড়ে ১৬ লাখ মডার্নার কভিড-১৯ ভ্যাকসিন ব্যবহার অনুপযোগি ঘোষণা করা হয়। স্থগিত করা সেই টিকা নিয়ে জাপানে দু’জনের মৃত্যু হয়েছে। – খবর এনএইচকের।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৮ আগস্ট) এ তথ্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী মৃত দু’জন ত্রিশোর্ধ এবং দুজনই টিকার ২য় ডোজ গ্রহণের কয়েক দিনের মধ্যেই মারা গেছেন। তিন লটে আসা এই টিকাগুলো দু’দিন আগে বন্ধ করা হয় এবং দুজনই এই লটগুলোর টিকাই নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। তবে মৃত্যুর কারণ এখন তদন্তধীন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
উল্লেখ্য, জাপানের স্থানীয় বিপণনকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যাল কয়েকটি ভায়ালে দূষণের রিপোর্ট পাওয়ার প্রায় সপ্তাহখানেক পর এ টিকাগুলোর ব্যবহার স্থগিত করা হয়।
চস/স


