spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিউজিল্যান্ডকে হারানোর দিনে র‍্যাঙ্কিংয়েও বড় লাফ বাংলাদেশের

টি-টোয়েন্টিতে অনেক অনেক দিন সাফল্য ছিল না বাংলাদেশের। ওয়ানডে ফরম্যাটে ছন্দ থাকলেও ২০ ওভারের ক্রিকেটে বারবারই হতাশা সঙ্গী হয়েছে টাইগারদের। তবে গত এক মাস স্বপ্নের ক্রিকেট খেলছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথমে অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছে দল। যেখানে দেশের মাঠে ৫ ম্যাচ সিরিজে এসেছে ৪-১ জয়। সেই সাফল্যের রেশ ধরে এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ সূচনা। বুধবার ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতেই দল পেয়েছে ৭ উইকেটের জয়।

কিউইদেরও রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগাররা। প্রতিপক্ষকে মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটে জিতে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহরা। সেই সাফল্যের পথ ধরে উন্নতি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাঙ্কিংয়ে।

এ জয়ে স্বীকৃতি দিয়েছে আইসিসি। অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের। তবে তাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে এক লাফে এখন টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাত নম্বরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগে ছিলে দশে।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল দশ নম্বরে। সিরিজের প্রথম ম্যাচে জয়ে যোগ হলো ৪টি রেটিং পয়েন্ট। তার পথ ধরেই তিন ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডকে চলতি সিরিজে ৫-০’তে হোয়াইটওয়াশ করলেই অনিন্দ্যসুন্দর এক উচ্চতায় পা রাখবে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আরও দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরেই উঠবে স্বাগতিকরা।

এখন ২৬৩ রেটিং নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। এক্ষেত্রে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে রিয়াদদের দলের রেটিং পয়েন্ট বাড়বে ১৪। ২৪৮ রেটিং নিয়ে পাঁচ নম্বরে উঠবে দল। নিউজিল্যান্ডের রেটিং কমবে ১৩। চার নম্বরে চলে যাবে তারা।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss