spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিলিয়ে ইচ্ছেপূরণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী সামগ্রী বিতরণ করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এসব বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক বন্ধু সভার প্রতিষ্ঠাতা সিদ্দিকী মহসীন পাটওয়ারী, সেভ দ্য টুমরো ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী, সংগঠনটির সমন্বয়ক ও সদস্যবৃন্দ।

বিতরণকালে জুলিয়াস সিজার তালুকদার ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ সংগঠন এমন মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানাই। সংগঠনের সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং একই সাথে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমজাদ হোসেন হৃদয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতেই ইচ্ছেপূরণ মানবিক ফাউন্ডেশনের যাত্রা। আমরা আমাদের সামর্থ অনুযায়ী সবার সহযোগিতায় তাদের পাশে থাকার চেষ্টা করছি। বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুরা একটি নিরাপদ জীবন পাবে এবং এর পাশাপাশি শিক্ষার আলোয় আলোকিত হবে এমনটি স্বপ্ন দেখি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২ জুলাই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে যাত্রা শুরু করে সংগঠনটি। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, পাবনা, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ দেশের ১৩টি জেলায় সহায়তা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss