spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ রাতে

প্রায় দীর্ঘ চার মাস পর আজ রাতেই আবার ফিরছে চ্যাম্পিয়নস লিগ। ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু হতে যাচ্ছে আজই বাংলাদেশ সময় রাত ১০.৪৫ থেকে। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, বায়ার্ন মিউনিখসহ ইউরোপের আরও নামকরা অনেক ক্লাব মাঠে নামছে আজ।

গত ২৯ মে’র ফাইনালের পর আজই প্রথমবার ফিরছে চ্যাম্পিয়নস লিগ। তাই বরাবরের মতই ফুটবল সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে এই রোমাঞ্চকর টুর্নামেন্ট। রাত ১০.৪৫ মিনিটে দুটি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের আসর। ম্যাচ দুটিতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব সেভিয়া এবং অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গ। তবে ভক্তদের আকর্ষণ থাকবে অন্য ম্যাচে মুখোমুখি হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড এবং ডাচ ক্লাব ইয়াং বয়েজের দিকে।

তবে আজকের ম্যাচ-ডে তে সবচেয়ে বড় আকর্ষণ রাত ১ টায় মুখোমুখি হওয়া বায়ার্ন এবং বার্সেলোনার ম্যাচটি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্নের কাছে লজ্জাজনক ৮-২ গোলের পরাজয়ের দুঃখ আজও ভুলতে পারেনি বার্সেলোনা। সেই দুঃখ কাটিয়ে ওঠার আগেই আবার বায়ার্নের মুখোমুখি হতে হচ্ছে বার্সাকে। একদিকে গত ৫ ম্যাচে ২৭ গোল দিয়ে ফর্মের তুঙ্গে জুলিয়ান নাগেলসম্যানের বায়ার্ন, অপরদিকে মেসি, গ্রিজম্যানসহ অনেক তারকা দল ছাড়ায় এমনিতেই কিছুটা পিছিয়ে বার্সা। তার উপর ইনজুরির কারণে খেলতে পারবেন না ফরওয়ার্ড লাইনের আগুয়েরো এবং ডেম্বেলে। তবে এখনই আশা হারাচ্ছেন না বার্সা কোচ রোনাল্ড কোম্যান। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আমরা খুব ভালো করেই জানি যে বায়ার্ন একটি দুর্দান্ত দল। ম্যাচটি কঠিন হবে তবে আমরা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতার জন্য উন্মুখ এবং আমরা উদ্বোধনী ম্যাচে একটি ভাল ফলাফল পেতে চাই।

রাত ১টায় আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও। তাদের প্রতিপক্ষ রুশ চ্যাম্পিয়ন জেনিত। এছাড়াও জুভেন্টাস, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়ালসহ মাঠে নামছে আরও ৬টি দল। রোনালদো যাওয়ার পর থেকে সিরি-আ তে ধুঁকতে থাকা জুভেন্টাস বেশ চাপেই আছে চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের গ্রুপ পর্বের প্রথম ম্যাচডেতে মাঠে নামছে যারা:

সেভিয়া বনাম সালজবুর্গ (রাত ১০:৪৫)
ইয়াং বয়েজ বনাম ম্যান ইউনাইটেড (রাত ১০:৪৫)
লিল বনাম ওলফসবার্গ (রাত ১ টা)
ভিয়ারিয়াল বনাম আটালান্টা (রাত ১ টা)
চেলসি বনাম জেনিত (রাত ১ টা)
মালমো বনাম জুভেন্টাস (রাত ১ টা)
বার্সা বনাম বায়ার্ন (রাত ১ টা)
ডায়নামো কিয়েভ বনাম বেনফিকা (রাত ১ টা)

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরেনায় অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ ফাইনালের যাত্রা শুরু হতে যাচ্ছে আজ। রোমাঞ্চকর এই যাত্রার শেষে কার হাতে উঠবে ট্রফি, সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে ২০২২ সালের ২৮ মে পর্যন্ত।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss