চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও দুইজনের। একদিনে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ২৭৯ জনে এবং শনাক্ত ১ লাখ ১ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এর আগের ৩৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার করোনায় একজন মারা যান। এছাড়া ৫৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।
উপজেলাগুলোর মধ্যে- লোহাগাড়া, সীতাকুণ্ডে ১ জন করে, পটিয়া, বোয়ালখালী, ফটিকছড়িতে ২ জন করে, আনোয়ারায় ৪, রাউজানে ১০ ও হাটহাজারীতে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৩১ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার।
আরো পড়ুন: আমি সমালোচনা পছন্দ করি: স্বাস্থ্যমন্ত্রী
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় হয়ে মারা গেছেন দুইজন। দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।
চস/স