চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের দুই পর্বের (সকাল-বিকেল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম শিফটে পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১২টায়। দ্বিতীয় শিফটে পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী।
এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অন্যদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ডাকা হয়েছে ক্যাম্পাস। পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবিসহ পাঁচ থেকে সাত শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতি ঠেকাতে ডিজিএফআই, এনএসআইসহ গোয়েন্দা সংস্থাসহ ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।
এছাড়াও শাটল ট্টেনসহ স্টেশনগুলোতে রেলওয়ের নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকবে। যদি কোনো ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার অভিযোগ পাওয়া যায় এবং বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী জালিয়াতির সাথে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
চস/স