টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আজ আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচটি শুরু হবে।
একদম নতুন ও তরতাজা উইকেটে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ। উইকেটে আছে সবুজ ঘাসের ছোঁয়া। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার ড্যারেন স্যামি ও মুরালি কার্তিক বললেন, উইকেট থেকে পেসাররা সহায়তা পাবে বেশ। কার্তিকের মতে, উইকেট দেখলে বোলিং করতে মুখিয়ে থাকবেন দক্ষিণ আফ্রিকার গতিময় ফাস্ট বোলার আনরিক নরকিয়া।
সেমি-ফাইনাল স্বপ্ন দূরে সরে গলেও বিশ্বকাপ থেকে এখনও প্রাপ্তির অনেক কিছু আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা নেই তাদের ১৪ বছর ধরে। সেই খরা কাটানোর সুযোগ এখনও আছে। শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির সুযোগ আছে আগামী বিশ্বকাপের দিকে তাকিয়েও।
চস/আজহার