spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রথম সেমিফাইনালে আজ কিউইদের মুখোমুখি হবে ইংলিশরা

দেখতে দেখতে প্রায় শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র তিনটি ম্যাচ। যার একটিতে আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলটির সামনে সুযোগ শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ফাইনাল খেলার। নকআউট ম্যাচ হওয়ায় সে জন্য আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইয়ন মরগ্যানের দলের।

অতীত ইতিহাস কিংবা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বলা যায়, ফেবারিট হিসেবেই মাঠে আজ কিউইদের বিপক্ষে লড়বে ইংলিশরা। এই ফরম্যাটে মুখোমুখি ২১ দেখায় নিউজিল্যান্ডের ৭ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ১৩ ম্যাচে।

জয়-পরাজয়ের এই হিসাবসহ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মুখোমুখি দেখার আরও কিছু পরিসংখ্যানে এবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক:-

মোট ম্যাচ ২১
ইংল্যান্ডের জয় ১৩
নিউজিল্যান্ডের জয় ৭
ফলহীন ১

সর্বোচ্চ দলীয় স্কোর
ইংল্যান্ড: ২৪১/৩, ন্যাপিয়ার ২০১৯
নিউজিল্যান্ড: ২০১/৪, কেনিংটন ওভাল ২০১৩

সর্বনিম্ন দলীয় স্কোর
ইংল্যান্ড: ১৩৭/১০, সেডন পার্ক ২০১৩
নিউজিল্যান্ড: ১২৩/৯, ওল্ড ট্র্যাফোর্ড ২০০৮

সর্বোচ্চ রান
ইংল্যান্ড: ৪২৪, ইয়ন মরগ্যান
নিউজিল্যান্ড: ৪৬৭, মার্টিন গাপটিল

সেরা ইনিংস
ইংল্যান্ড: ১০৩, ডেভিড মালান
নিউজিল্যান্ড: ৭৪, ব্রেন্ডন ম্যাককালাম

সর্বোচ্চ উইকেট
ইংল্যান্ড: ১৪, স্টুয়ার্ট ব্রড
নিউজিল্যান্ড: ১৬, মিচেল স্যান্টনার

সেরা বোলিং ফিগার
ইংল্যান্ড: ৪/২৪, স্টুয়ার্ট ব্রড
নিউজিল্যান্ড: ৪/১৫, জেমস ফ্রাংকলিন

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss