spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সূবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু

নোয়াখালীর সূবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় সৈনিক রেদোয়ান হোসেন মিশু (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি মো. শরীফ (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আবদুল্যাহ মিয়ার হাট এলাকায় বিদ্যুতের পিলারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মারাত্মক আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার সেনা সদস্য রেদোয়ান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মো. শরীফকে সেখানে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।

নিহত রেদোয়ান হোসেন চাটখিল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হুমায়ুন কবিরের ছেলে। তিনি সিলেট ৮ সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss