spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

গোল্ডেন গ্লোবের ৮৩তম আসরে কে কোন পুরস্কার পেলেন

হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে। বাংলাদেশ সময় সোমবার (১২ জানুয়ারি) ভোরে অনুষ্ঠিত এই জমকালো অনুষ্ঠানে যেমন প্রত্যাশিত বিজয়ীরা পুরস্কার জিতেছেন, তেমনি ছিল বেশ কিছু চমক।

সিনেমা ও টেলিভিশন দুই অঙ্গনেই আলোচনার কেন্দ্রে ছিল সামাজিক বাস্তবতা, রাজনীতি ও মানবিক গল্প। ভ্যারাইটি প্রতিবেদন অবলম্বনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর বিজয়ীদের তালিকা তুলে ধরা হলো—

সিনেমা বিভাগ

সেরা মোশন পিকচার (ড্রামা): হ্যামনেট।
সেরা মোশন পিকচার (মিউজিক্যাল বা কমেডি):ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
সেরা অ্যানিমেটেড ফিল্ম: কে–পপ ডেমন হান্টার্স (নেটফ্লিক্স)
সেরা নন-ইংলিশ ভাষার ছবি: দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি – হ্যামনেট
সেরা অভিনেতা (ড্রামা): ওয়াগনার মোওরা – দ্য সিক্রেট এজেন্ট
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): রোজ বার্ন – ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): টিমোথি শ্যালামে – মার্টি সুপ্রিম
চারবার মনোনয়ন পেলেও এবারই প্রথম গোল্ডেন গ্লোব জিতলেন শ্যালামে।
সেরা মৌলিক গান: গোল্ডেন – কে–পপ ডেমন হান্টার

টেলিভিশন বিভাগ

সেরা টিভি সিরিজ (ড্রামা): দ্য পিট (এইচবিও ম্যাক্স)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল বা কমেডি): দ্য স্টুডিও (অ্যাপল টিভি)
সেরা লিমিটেড/অ্যান্থলজি সিরিজ: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)।

অভিনয়ে বিশেষ অর্জন

নোয়া ওয়াইল – দ্য পিট (সেরা অভিনেতা, টিভি ড্রামা)
রিয়া সিহর্ন – প্লুরিবাস (সেরা অভিনেত্রী, টিভি ড্রামা)
সেথ রোজেন – দ্য স্টুডিও (সেরা অভিনেতা, টিভি কমেডি)
জিন স্মার্ট – হ্যাকস (সেরা অভিনেত্রী, টিভি কমেডি)
মিশেল উইলিয়ামস – ডাইং ফর সেক্স (সেরা অভিনেত্রী, লিমিটেড সিরিজ)
সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন ১৬ বছর বয়সী ওউয়েন কুপার, অ্যাডোলেসেন্স সিরিজে অভিনয়ের জন্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক অভিনেত্রী নিকি গ্লেজার। তার রসাত্মক মনোলগে যেমন ছিল হলিউডের আত্মমুগ্ধতা নিয়ে ব্যঙ্গ, তেমনি রাজনৈতিক ইঙ্গিতও। কিছু তারকা মানবিক বার্তা সংবলিত ব্যাজ পরে রেড কার্পেটে হাজির হন। এবারই প্রথমবারের মতো পডকাস্ট বিভাগে পুরস্কার দেয়া হয় সেরা পডকাস্ট নির্বাচিত হয়েছে “গুড হ্যাং উইথ অ্যামি পোহলার”।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss