spot_img

৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দ্বিতীয় দিনের খেলা মাত্র ৬.২ ওভারে শেষ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছিল ম্যাচের প্রথম দিনই। তবু খেলা হয়েছিল ৫৭ ওভার। কিন্তু আজ সেটিও সম্ভব হলো না। বৃষ্টির লুকোচুরির মাঝে মাত্র ৬.২ ওভার তথা ৩৮ বল খেলা হলো দ্বিতীয় দিনে। দুপুর ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের খেলা।

প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল পাকিস্তান। আজ কয়েক দফায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। সেটিও শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেয়া হয় খেলা।

তবে এর মাঝেই খেলা ৬.২ ওভারে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৮৮ রান। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে খেলা শুরু করেন অধিনায়ক বাবর আজম। সেখান থেকে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে আগেরদিন ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলি আজ ফিফটি তুলে নিতে ভুল করেননি। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত এ অভিজ্ঞ ব্যাটারের সংগ্রহ ৫২ রান। আজহার-বাবরের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১৮ রান।

তৃতীয় দিন ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।

 

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss