spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার চট্টগ্রামে নালায় পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ

চট্টগ্রামের ষোলশহর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে মো. কামাল (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আজ বিকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের টিম ওই শিশুকে খোঁজাখুঁজি করছে। কিন্তু তাকে এখনও খোঁজে পাওয়া যায়নি। আমাদের একটি ডুবুরি দলও কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে।

স্থানীয় এক সংবাদকর্মী জানান, গতকাল বিকাল ৪টায় রাকিব ও কামাল নামের দুই শিশু ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় নালায় পড়ে যায়। রাকিব উঠে আসতে পারলেও কামাল উঠতে পারেনি। পরে নিখোঁজ শিশুর বাবাকে জানানো হয়। তার বাবা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss