spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে চোরাই সাইকেলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আলী আকবর (২৬), মো. শাহজাহান (৫৭), মো. মাসুদ (৩৬), মো. খাইরুল আমিন রাজু (৩৬) এবং মো. মানিক (৩০)।

বন্দর থানার ওসি জাহেদুল কবির চট্টগ্রাম সময়কে বলেন, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই চক্রের এক সদস্য আলী আকবরকে গ্রেপ্তার করি। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাই। এসকল তথ্যের ভিত্তিতে আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তাদের চার সদস্যকে গ্রেপ্তার করি। সেই সাথে ৮টি বাইসাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই।

ওসি জাহেদুল কবির আরও বলেন, আমরা এখনও পরিষ্কার করে বলতে পারছি না আমরা এই চক্রের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কি-না। তবে এই অভিযানের ধারাবাহিকতা আমাদের অব্যাহত থাকবে।

চোর চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানা ওসি জাহেদুল কবির।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss