spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গাজীপুরে কারখানার গুদামে আগুন

গাজীপুরে একটি গার্মেন্টস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার মন্ত্রী বাড়ি সড়কে এম এন্ড ডি এম গ্রুপের ‘কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার গুদামে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, রাত পৌনে ১১টার দিকে সালনা এলাকায় এম এন্ড ডি এম গ্রুপের কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফেব্রিকের গুদামে আগুন লাগে। খবর পেরে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের ৪টি ও শ্রীপুর স্টেশনের একটিসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ওই গুদামে ফেব্রিক, কার্টুনসহ কারখানার উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য গুদামজাত করা ছিল। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss