একলাখ টাকার জালনোটসহ চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভুজপুর থানার গড়াভাঙা গ্রামের আব্দুল মালেকেরে ছেলে মো. হেলাল (২২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দীন (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে অভিযান চালিয়ে একলাখ টাকার জালনোটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ (শনিবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।
চস/স


