সমাজটাকে যারা দূষিত করে,
তাদেরকে মানুষ বলো না।
মানুষের মত দেখালেও তাদের,
প্রকৃতপক্ষে তারা মানুষ না।
মানুষ হয়ে জন্ম নিয়েও,
মনুষ্যত্ব যার মধ্যে নেই।
আসলেই তারা নরপশু
পার্থক্য শুধু জন্মেই।
জন্মের পরে প্রতিটি শিশু,
স্নেহ মমতায় হয় বড়।
সে কথাগুলো ভুলে গিয়ে,
খুন,ধর্ষণ কেন করো?
এমন করে যারা সমাজটাকে,
করে দেয় কুলষিত।
তাদের মৃত্যু হওয়া উচিত,
জীব জানোয়ারের মতো।
তাহলে বুঝি শিক্ষা হতো,
ঐ সব মানুষের।
মুক্তি পেতো আমাদের দেশটা,
দূষিত সমাজের।
মো. স্বাধীন আহমেদ
শিক্ষার্থী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ,
সরকারি বি এম কলেজ।