চট্টগ্রামের রাউজান থানাধীন কদলপুর এলাকা থেকে ২টি দেশে তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কদলপুর ইউনিয়নের মাইজপাড়া গুন্না হাজীর খালি ভিটার পূর্বপাশে মাইজপাড়া তৈয়বিয়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সাইনবোর্ড দানবাক্সের পাশে শপিং ব্যাগে মোড়ানো ২টি দেশে তৈরি পাইপগান পরিত্যক্ত অবস্থায় পরে থাকার খবর পাওয়া যায়।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ২টি পাইপগান উদ্ধার করা হয়। অস্ত্র দুটি রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/স


