spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইমরান আমায় একের পর এক চুমু খেয়ে যাচ্ছিল: নার্গিস

নির্মাতা টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয় সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেন ইমরান হাশমী। তার বিপরীতে ছিলেন নার্গিস ফাখরি।

সিনেমার দৃশ্যে নার্গিস ফাকরির সঙ্গে ইমরান হাশমীর চুমু খাওয়ার দৃশ্য ছিল। এই দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক টনি ডি’সুজা ‘কাট’ বলার পরও নার্গিসকে চুম্বনরত ইমরান থামেননি। ক্যামেরা বন্ধ হওয়ার পরও চুমু খেয়ে যাচ্ছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শুটিংয়ের এই অভিজ্ঞতার কথা জানান নার্গিস।

‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার এই নায়িকা বলেন, ‘আজহার’ সিনেমায় ইমরানের নকল গোঁফ ছিল। আমি কিছুতেই ইমরানকে চুমু খেতে পারছিলাম না। আর জানি না কেন শুটিংয়ে ইমরান আমায় একের পর এক চুমু খেয়ে যাচ্ছিল। আমার খুব অস্বস্তি হয়েছিল।

আগের একটি সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি জানতেনই না যে ‘আজহার’ সিনেমায় এক বা দু’বার নয়, পাঁচ বার ঠোঁটে ঠোঁট রাখতে হবে ইমরানের সঙ্গে।

‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী বলেন, পাঁচ বার চুমু খাওয়ার কথা সিনেমার চুক্তিপত্রে ছিল না। আমি ভেবেছিলাম বাড়তি টাকা নেব পাঁচটা চুমুর জন্য। আমি জানতাম, ইমরান মনে মনে খুব খুশি হয়েছে। যদিও মুখে বলেছে, ও কিছুই জানত না। আমি জানতাম সে মিথ্যে বলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss