spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ভাসমান মানুষদের টিকাদান শুরু

নগরীর ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীদের মাঝে টিকাদান শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এসব জনগোষ্ঠীদের মাঝে করোনার সুরক্ষার টিকা প্রদান করা হবে। তাদের জনসনের এক ডোজ করে টিকা দেয়া হবে।

প্রথম দিনে নগরীর পাঁচটি স্থানে ভাসমান মানুষদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ধাপে ধাপে নগরীর অন্য এলাকাগুলোতেও টিকা দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাঁচ কেন্দ্র হলো: সাগরিকার সিডিএ মার্কেটের মুখে, পুরাতন রেল স্টেশন, সিআরবি (ফলমন্ডি), অক্সিজেন মোড়ের ট্রাক স্ট্যান্ড, চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার চর চাক্তাই স্কুল মাঠে এদিন টিকা প্রদান করা হবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে তাদের টিকাদানের কর্মযজ্ঞ হাতে নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে কারও কোন নিবন্ধনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রতিটি কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, ২ জন সিনিয়র স্টাফ নার্স এবং একজন স্বাস্থ্য পরিদর্শক ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা রয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুরাতন রেলওয়ে স্টেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কীবর উপস্থিত থাকার কথা রয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম দিন পাঁচ হাজার ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে জনসন কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ধাপেধাপে নগরীর অন্যান্য স্থানগুলোতেও টিকা দেয়া হবে।
চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss