চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি যাত্রীবাহী লেগুনার দুইযাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০) ও একই ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।
পরে বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা পরিবহনকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টায় দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহাজাহানের মৃত্যু হয়। আহত ৪ জনকে চমেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহাকে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।
চস/স


