spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় আসছে অংকনের উপন্যাস ‘মায়ামতি’

অমর একুশে বইমেলা-২০২২ এ প্রকাশ পেয়েছে বহুমাত্রিক লেখক মোহাম্মদ অংকন-এর উপন্যাস ‘মায়ামতি’। সামাজিক জীবনধারাকে উপজীব্য করে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির সৃজনশীল সাহিত্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘তাম্রলিপি’। ৩৪০ টাকা মলাট-মূল্যের বইটি সোহরাওয়ার্দী উদ্যোনে অবস্থিত ‘তাম্রলিপি’র ২১ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি, প্রথমা, ই-বই বিতান, ওকেপিয়া, বুক এক্সপ্রেস ও তাম্রলিপির নিজস্ব ই-কমার্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। সবখানেই পাঠক পাচ্ছে ২৫% ছাড়, লেখকের অটোগ্রাফ ও চিরকুট।

‘মায়ামতি’ মোহাম্মদ অংকন-এর দ্বিতীয় উপন্যাস ও তেরোতম বই। বইটির বিষয়ে লেখকের সাথে কথা হলে তিনি জানান, ‘তাম্রলিপি থেকে যখন জানানো হয় তারা আমার বই প্রকাশ করতে আগ্রহী, তখন আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম। বইটি বের হওয়ার পর আমার উচ্ছ্বাসের মাত্রা আরও বেড়ে গেছে। এই আনন্দঘন পথচলায় আমার পাঠক ও শুভাকাঙক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের সহযোগিতা ও ভালোবাসা কাম্য।’

মোহাম্মদ অংকন এক যুগেরও বেশি সময় ধরে লেখালেখি করছেন। নিয়মিত লিখছেন দেশ-বিদেশের পত্র-পত্রিকায়। সাহিত্যের সব শাখায় তার রয়েছে স্বচ্ছন্দ্য পদচারণা। নাটোরের চলনবিল অধ্যূষিত এলাকায় জন্ম নেওয়া এই লেখক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক শেষ করে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করছেন এবং পাশাপাশি পুরোদমে লেখালেখি করছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss