spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনের তেল পাইপলাইনে বিস্ফোরণ, যুদ্ধের আশঙ্কা দ্বিগুণ

পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী শহর লুগানস্কের মধ্য থাকা একটি আন্তর্জাতিক তেল পাইপলাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দ্রুজবা পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর যে ছবিগুলি সামনে এসেছে তাতে রাতের আকাশে আগুনের গোলা দেখা যাচ্ছে

এই ঘটনার ফলে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল আকার ধারন করেছে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতির আশঙ্কা দ্বিগুণ হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। দ্রুজবা পাইপলাইন রাশিয়া থেকে পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলের মধ্যে বিস্তৃত। সোশাল মিডিয়ায় পাওয়া ছবিতে দেখা গেছে যে একটি উজ্জ্বল কমলা রঙের আগুনের গোলা রাতের আকাশ আলোকিত করেছে।

এদিকে, পাইপলাইনে আঘাত হানার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে লুগানস্কে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই বিস্ফোরণের কারণগুলি তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে লুগানস্কের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্ত একটি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট জানিয়েছে যে, দ্বিতীয় বিস্ফোরণটি শহরের উপকণ্ঠে একটি পেট্রোল স্টেশনে হয়েছে। উভয় বিস্ফোরণে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss