spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় আসছে ঢাবি শিক্ষার্থী নূরের “নিষিদ্ধ অভিলাষ”

অমর একুশে বইমেলা ২০২২ ইং উপলক্ষে প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুরুল ইসলাম নূরের দ্বিতীয় বই ‘নিষিদ্ধ অভিলাষ’। প্রথম বই ‘গল্পের শেষে তোমারই নাম’ বেশ সাড়া জাগিয়েছিল।

নিষিদ্ধ অভিলাষ গ্রন্থে লেখকের ভাবনাচিন্তার প্রকাশ ঘটেছে কালো অক্ষরের গাঁথুনিতে। বইটির প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন। প্রকাশ করেছেন বিবরণ প্রকাশনী। বইটি পাওয়া যাবে অমর একুশে বই মেলায় শব্দশিল্পের ৩৪২-৪৩ নং স্টলে।

প্রিয় পাঠকেরা অবশ্যই বইটি সংগ্রহে রাখতে পারেন। বইটি রবের দিকে ফিরে আসার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে অন্ধকার থেকে মুক্তির পথে ফিরে আসার আকুল আহ্বান। জীবনের ভুল থেকে সরে আশার এক উত্তম পন্থা।

বইটিতে সন্নিবিষ্ট হয়েছে ছত্রিশটি অতি উপকারী পাঠ। যে পাঠগুলো জীবনের কালিমাগুলো ধুয়ে মুছে পরিস্কার করে দিবে, উপহার দিবে পবিত্র অন্তর। সেই ম্যানুয়াল নিয়েই এই বইটি সাজানো।

আরও পড়ুন:- বইমেলায় আসছে জুবায়েদ মোস্তফার কাব্যগ্রন্থ ‘রঙিন ফুলের স্বপ্ন’

ছোটবেলা থেকেই নূর লেখালেখির সাথে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের পত্রিকাগুলোতে নিয়মিত গল্প, প্রবন্ধ, কলাম ও কবিতা লিখছেন। নিউজ ভিশনের সাহিত্য সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং প্রতিষ্ঠা করেছেন মানবিক সংগঠন ‘আশার আলো ফোরাম’।

লেখক নুরুল ইসলাম নূর বলেন, আমি আশা রাখি বইটি পাঠকের মনের অনুভূতি ও চেতনাকে জাগ্রত করবে, সচেতন করবে। সুখী এবং সুন্দর জীবন গঠনের সকল অনুষঙ্গের সমাহার নিষিদ্ধ অভিলাষ বইটি। এই বইয়ের পরতে পরতে যে সকল হীরা-মনি-মুক্তা-জহরত ছড়ানো-ছিটানো আছে তা যদি আমরা নিজের জন্য কুড়িয়ে নিতে পারি তাহলে জীবন হবে আলোকিত, প্রশান্তময়, বর্ণিল ও বর্ণাঢ্য।

ইনশাআল্লাহ, বইটি হতাশ জীবনে এক চিলতে আশার আলো দেখাবে। বইটি আমাদের আহবান করছে হেরা থেকে বিচ্ছুরিত নববী নূরের দিকে। আহবান করছে নিজের জীবন, পরিবার ও সমাজকে হেরার আলোয় আলোকিত করতে, সিরাতে মুস্তাকিম তথা সরল পথের পথিক হয়ে উভয় জাহানের সফলতা অর্জনে অগ্রগামী হতে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss