spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বইমেলায় পাওয়া যাচ্ছে এম জে মামুনের ‘অনন্ত প্রেমের কাব্য’

অমর একুশে বইমেলা-২০২২ এ প্রকাশ পেয়েছে তরুণ কবি এম জে মামুনের কাব্যগ্রন্থ ‘অনন্ত প্রেমের কাব্য’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে স্বাধীন প্রকাশন।

প্রেম ও সামাজিক জীবনধারাকে উপজীব্য করে লেখা কাব্যগ্রন্থটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাচ্ছে। ঢাকা বইমেলায় বাংলার প্রকাশন ৩২২ ও ৩২৩ নং স্টলেই বইটি পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বইমেলায় স্বাধীন প্রকাশনের ২নং স্টলে পাওয়া যাচ্ছে।

‘অনন্ত প্রেমের কাব্য’ বইটির লেখক এম জে মামুন বলেন, ‘অনন্ত প্রেমের কাব্য’ একটি প্রেম বিরহের মঞ্জিল। গ্রন্থটির কবিতাগুলো আমার আলাদা-আলাদা সময়ের যাপন, এবং বিশেষ অনুভূতি ও অভিজ্ঞতার প্রকাশ। যা যে কোনো সময়ের সুখ-দুঃখের স্মৃতির মিটিমিটি ভাববিন্যাস এবং পাওয়া না পাওয়ার সমারোহপূর্ণ চিত্রকল্পে বেষ্টিত। ‘অনন্ত প্রেমের কাব্য’ গ্রন্থের কবিতা গুলোতে বেশ কয়েক ধরনের কবিতা দেখা যাবে। যা পাঠকদের জন্য বেশ আকর্ষণীয় হবে বলে বিশ্বাস আমার।

উল্লেখ্য, তরুণ কবি এম জে মামুন দীর্ঘদিন ধরে কবিতা চর্চা করছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss