প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামী বুধবার (২ মার্চ) সকালে থাইল্যান্ড থেকে তার মরদেহ দেশে আনা হবে। এদিন সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম ইপিজেডে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদে জোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে বাদে আছর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিকেএমইএ পরিবার শোকাহত
বিকেএমইএ’র সদস্য ও চট্টগ্রামের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান “প্যাসিফিক জিন্স গ্রুপ” এর চেয়ারম্যান জনাব আলহাজ্ব নাসির উদ্দিন আজ বাংলাদেশ সময় দুপুর ৩.১৫ ঘটিকায় থাইল্যান্ড এর একটি হাসপাতাল ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জনাব আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন এর মৃত্যুতে বিকেএমইএ সহ-সভাপতি জনাব গাওহার সিরাজ জামিল ও চট্টগ্রামস্থ সকল পরিচালকবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় বিকেএমইএ সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল বলেন, আলহাজ্ব নাসির উদ্দিন চট্টগ্রাম তথা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অন্যতম পথিকৃৎ। দেশের শিল্পায়ন, কর্মসংস্থানসহ জাতীয় অর্থনীতিতে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে; তা অপূরণীয়।
চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ শোকাহত
চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, নাছির উদ্দিনের মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মৃত্যুতে বাংলাদেশের পোশাক রফতানি খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রীর শোক
বিশ্বের ২৫টি দেশে তৈরি পোশাক রফতানিকারী, ৩৫ হাজার মানুষের কর্মসংস্থানকারী শিল্পোদ্যোক্তা নাছির উদ্দিন স্কুল-কলেজসহ ৫টি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং মানবকল্যাণে ক্যান্সার নিরাময় গবেষণায় অর্থ জোগানদাতা ছিলেন। দেশ ও দশের জন্য তার অনন্য ভূমিকা তাঁকে স্মরণীয় করে রাখবে।
চস/আজহার


