নগরের বাকলিয়া এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মিয়াখান নগরে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কলোনির ৭০টি কক্ষ পুড়ে গেছে। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
চস/আজহার


