spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাশিয়ার কবল থেকে দুই শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় সেনার

রাশিয়ার হাত থেকে দুই গুরুত্বপূর্ণ শহর খারকিভ এবং ডেরহাচি উদ্ধার করল ইউক্রেন। এমনই দাবি করলেন খারকিভের রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রধান ওলে সিনেহুবব।

টেলিগ্রাম-এ তিনি লিখেছেন, ‘ইউক্রেনীয় সেনা ডেরাচি থেকে রুশ সেনাদের খেদিয়ে নিজেদের দখলে নিয়েছে।” তিনি আরও জানিয়েছেন, খারকিভও পুনরুদ্ধার করেছে ইউক্রেন বাহিনী। গোটা খারকিভ এবং ডেরহাচি শহরকে ঘিরে রেখেছিল রুশ সেনারা। সমানে চলছিল গোলাবর্ষণ। শত্রুপক্ষকে পাল্টা হামলায় নাস্তানাবুদ করে ছেড়েছে ইউক্রেনীয় সেনা। প্রবল প্রতিরোধের মুখে পড়ে শেষমেশ রুশ সেনারা পিছু হটেছে বলে দাবি সিনেহুববের।

ইউক্রেন সেনা সূত্রে দাবি করা হয়েছে, এই দুই গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধারের সময় সংঘর্ষে শত্রুপক্ষের বেশ কয়েকটি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) খারকিভের উপর প্রায় ৫০টি গোলাবর্ষণ করেছে। জনবসতি এলাকায় বোমাবর্ষণে সাত বছরের এক শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে। সামরিক অভিযানের পর থেকে ইউক্রেনের এই শহরে সবচেয়ে বেশি বোমাবর্ষণ করেছে রুশবাহিনী। উত্তর-পূর্ব ইউক্রেনের এই শহর লুহানস্ক এবং ডনেৎস্ক (একত্রে যাদের ডনবাস বলা হয়) শহরের গা ঘেঁষা। এবং রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪০০ কিমি দূরে। সূত্র: আনন্দবাজার

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss