spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুপুর আড়াইটায় শুরু হচ্ছে রাশিয়া-ইউক্রেনের নতুন আলোচনা

চতুর্থবারের মতো আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। তবে এবার মুখোমুখি বসছেন না ইউক্রেন ও রুশ কর্মকর্তারা। এবার উভয়পক্ষ আলোচনায় বসছে ভার্চুয়ালি।

আজ সোমবার, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা (বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়) এই আলোচনা শুরু হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইটবার্তায় তিনি জানান, আবারও, ভিডিও কনফারেন্সে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিরা। ফলপ্রসু আলোচনায় কাজ করে যাচ্ছে উভয়পক্ষ। সোমবারের বৈঠকে প্রাথমিক কিছু সিদ্ধান্ত আসতে পারে।

এরই মধ্যে রাশিয়া গঠনমূলক আলোচনা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ১৯তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss