spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. জোবায়ের (২১) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম।

গ্রেপ্তার জোবায়ের ওই ক্যাম্পের ডি ব্লকের নাছিরের ছেলে।

তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে অভিযান চালান এপিবিএন সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন পালিয়ে গেলেও ধাওয়া করে জোবায়েরকে ধরতে সক্ষম হন তারা। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি তিনটি চাপাতি, চারটি বিভিন্ন সাইজের রামদা, একটি হাতুড়ি, দুইটি ছুরি এবং একটি লোহার পাইপ জব্দ করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আসামিকে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss