চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সহপাঠীকে মারধরের প্রতিবাদে মূল ফটকে তালা দিয়েছে আইন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (২৮ মার্চ) দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে প্রক্টরদের আশ্বাসে প্রধান ফটক খুলে দেয় আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, আমাদেরকে তারা কোনও লিখিত অভিযোগ দেয়নি। তারপরও খোঁজখবর নিচ্ছি। কিন্তু তারা না বুঝেই ফটকে তালা দিয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা বিচারের আশ্বাস দিয়েছি।
এর আগে গতকাল রবিবার (২৭ মার্চ) আইন বিভাগের ছাত্র কপিল উদ্দিন সামিকে মারধরের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীদের বিরুদ্ধে। এসময় রড়ের আঘাতে মাথা ফেটে যায় ভুক্তভোগী শিক্ষার্থীর। কপিল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চস/স


