রাঙামাটিতে পাহাড়িকা বাসের সাথে ধাক্কা লেগে মো. দাউদুল হাসান (৩৮) ও মো. ইসা রুহুল (৩৯) নামে দুই ডিজিএফআই সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ডিজিএফআই মো. দাউদ হাসানের বাড়ি বরিশালের ভোলা জেলায় এবং মো. ইসরাফিলের বাড়ি সিরাজগঞ্জে।
বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি সদর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। পূর্বকোণে বলেন, রাত সাড়ে ৯টায় রাঙামাটি শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে পাহাড়িকা বাসের সাথে ধাক্কা লালে। এসময় মো. দাউদুল হাসান ও মো. ইসা রুহুল নামে ডিজিএফআইয়ের দুই সদস্য নিহত হন।
এই রিপোর্ট লেখার সময় লাশ দুটি রাঙামাটি জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
চস/স


