গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও দুই জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ০.৭২ শতাংশ।
বুধবার (১১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত দুইজনই নগরীর বাসিন্দা।
জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৪০ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১০১ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল।
চস/স