spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কমদামে সয়াবিন তেল কিনে মজুদ, বাড়তি দামে বিক্রি

চট্টগ্রাম নগরীর কর্নেলহাট বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করায় দুই দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই সংবাদ লিখা পর্যন্ত মেসার্স জামাল এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার ও বিনিময় স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন। তিনি বলেন, যখন কম দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল তখন কর্নেলহাট কাজারের মেসার্স জামাল এন্ড ব্রাদার্স ও বিনিময় স্টোর নামে দুই দোকানি তেল মজুদ করেছিলেন। কিন্তু যখন সয়াবিন তেলের দাম বাড়লো তখনও আগের এসব তেল পূর্বের মূল্যে বিক্রি না করে তারা বেশি দামে বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান এখনো অব্যহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss