spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বোয়ালখালীতে অস্ত্র তৈরি হচ্ছে ঘরে, সেনাবাহিনীর হাতে আটক দুই ভাই

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পিকে (৫৬)। দুই ভাই উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে হোরারবাগ এলাকায় এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান বলেন, অভিযানে ৪টি বিদেশি শট গান, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড এমোনিশন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণসহ দুর্ধর্ষ দুই শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পীকে আটক করা হয়েছে।

তিনি জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্রসহ ৬টি মামলা ও সাইফুল ইসলাম বাপ্পির ৪টি মামলা রয়েছে। এরা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করতো এবং সেগুলো বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসীদলের কাছে বেচাকেনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss