spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুই বাসের সংঘর্ষে মানিকগঞ্জে ২৫ জন আহত

মানিকগঞ্জে সেলফি ও সেবা গ্রীন লাইন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সকালের দিকে জোকা এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের সঙ্গে পাটুরিয়ামুখী সেবা গ্রীন লাইন পরিবহনের সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে হাইওয়ে পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss