spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিলাসী পণ্যের আমদানিতে মার্জিন হার বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিলাসী ও অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আরোপ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার সময় নগদ মার্জিন হার বাড়িয়ে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) জারি করা বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের মতো পণ্যের জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে কমপক্ষে ৭৫ শতাংশ মার্জিন আরোপ করতে হবে। বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও একই মার্জিন বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের ঋণপত্রের জন্য ৫০ শতাংশ মার্জিন রাখতে হবে। তবে জরুরি ও নিত্যপণ্য আমদানিতে মার্জিন ঋণ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে সাকুর্লারে বলা হয়েছে।

শর্তের বাইরে থাকবে শিশুখাদ্য, অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য, জ্বালানি, স্থাস্থ্য অধিদপ্তর স্বীকৃত জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জামসহ চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত দ্রব্যাদি, উৎপাদনমূখী স্থানীয় ও রফতানিমুখী শিল্পের জন্য সরাসরি আমদানিকৃত মূলধনী যন্ত্রাপাতি ও কাঁচামাল, কৃষিখাত সংশ্লিষ্ট পণ্য এবং সরকারি অগ্রাধিকার প্রকল্পে ব্যবহারের জন্য আমদানি করা পণ্য।

উল্লেখ্য, এর আগে ১১ এপ্রিল জরুরি ছাড়া অন্য সকল পণ্যের আমদানিতে একদফা কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। তখন এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন হার ন্যূনতম ২৫ শতাংশ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। আগে এ হার ব্যাংক তার গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ঠিক করত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss