spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ভেজাল ওরস্যালাইনসহ সরবরাহকারী গ্রেফতার

চট্টগ্রামে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৮ হাজার ৮শ পিস ভেজাল ওরস্যালাইনসহ এক ওষুধ সরবরাহকারীকে গ্রেফতার করেছে।

বুধবার (১১ মে) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭২ কার্টন ভেজাল ওরস্যালাইন উদ্ধার করা হয়।

গ্রেফতার সুজন কান্তি সিকদার (৪২) সীতাকুণ্ড থানার মধ্যম সোনাইছড়ি এলাকার মৃত নির্মল সিকদারের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, হাজারী গলিতে এসএমসি কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেন ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা ৭০ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ সুজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সমিতির অফিসে গিয়ে তাকে ভেজাল ওরস্যালাইনসহ গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে নগরের আন্দরকিল্লা বিনিময় মার্কেটের নিচ তলায় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে আরও ১০২ কার্টন ওরস্যালাইন উদ্ধার করা হয়। সর্বমোট ১৭২ কার্টনের মধ্যে ৬৮ হাজার ৮০০ পিস ভেজাল ওরস্যালাইন পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss