বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় গ্রন্থাগারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
পরে অফিসের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সুইচ বোর্ডে বৃষ্টির পানি জমে শর্ট লেগেছিল। পরে লাইব্রেরি অডিটোরিয়ামে আগুন লাগলে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
চস/আজহার