spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রাক ড্রাইভারের কলে রক্ষা পেল বুদ্ধি প্রতিবন্ধী : আটক ৫

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী গার্মেন্টস কর্মী শ্লীলতাহানিতা থেকে রক্ষা পেয়েছে।

বুধবার (১৮মে) গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বায়েজিদ বোস্তামী থানা পুলিশের পক্ষ থেকে।

আটককৃতরা হলেন, মোঃ সোহেল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, সাদেক ও ইসহাক মিয়া।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১৭মে) রাতে আনুমানিক সাড়ে ১১টায় বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন স্টারশীপ ফ্যাক্টরী সংলগ্ন র‌্যাংস মোটস এর সামনে রাস্তার পাশে অবস্থান করা কালে ওই নারী গার্মেন্টস কর্মীকে গ্রেফতারকৃতরা একা পেয়ে তার সামনে এসে তাকে টানা হেঁচড়া করে এবং শ্লীলতাহানি করতে থাকে। এক পর্যায়ে বিষয়টি একজন পথচারী জনৈক ট্রাকের ড্রাইভার দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার করে ৯৯৯ এ কল করে। জরুরী সেবা ৯৯৯ এ কল পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযান চালিয়ে উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সোহেল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, সাদেক ও ইসহাক মিয়া কে আটক করে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss