spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

সিরিয়ায় ইসরায়েলের হামলায় তিন জন নিহত হয়েছেন। রাজধানী দামেস্কে হামলা হয়েছে বলে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে চালানো ইসরায়েলের হামলায় তিন জন নিহত হয়েছেন। এ হামলায় কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার (২০ মে) সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানায়, দামেস্কের বিভিন্ন জায়গায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলে। নিয়মিত হামলা চালানো হলেও খুব একটা এর দায় স্বীকার করে না ইসরায়েল।

বেশ কয়েক বছর ধরে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তেল আবিবের দাবি, ইরান সংশ্লিষ্ট অবস্থানে তারা হামলা চালায়।

যেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লেবাননের হিজবুল্লাহসহ তেহরানের মদদপুষ্ট বাহিনী ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার সময় থেকে মোতায়েন রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss