spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার ‘ভাগ্য’ নিয়ে আসছেন নিপুণ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নিপুণ অনেকদিন শুটিং থেকে দূরে ছিলেন। নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী। সিনেমার নাম ‘ভাগ্য’।

জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগামী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ।

নিপুণ বলেন, ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss