শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বলেছেন, আপনারা হাসপাতালে ভিড় করবেন না। কারণ, পুড়ে যাওয়া রোগী সবচেয়ে বেশি মারা যায় ইনফেকশনের কারণে।
সোমবার (৬ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক। এর আগে সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. সামন্ত লাল সেনসহ তিন সদস্যের বিশেষজ্ঞ দল।
ড. সামন্ত লাল সেন বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমি সবাইকে সবিনয় অনুরোধ করবো যে, আপনারা হাসপাতালে ভিড় করবেন না। একজন বার্ন রোগী কিন্তু বাংলাদেশের মারা যায় মূলত একটাই কারণে, সেটি ইনফেকশন। আর কোনোটিই নয়।
তিনি আরো বলেন, ইনফেকশন হলে বার্ন রোগীকে কেউ বাঁচাতে পারবে না। ইনফেকশনের কারণে পুড়ে যাওয়া একটি ক্ষত অনেক বড় হয়ে যায়। তাই রোগী এভাবে থাকলে অনেক কিছুই সমস্যা হতে পারে। এই কথাটা আপনারা গুরুত্বের সাথে প্রচার করবেন বলে আমি বিশ্বাস করি।
চস/এস


